ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া কত এটা জানাটা আমাদের জরুরী। কারণ আমরা যদি রাজশাহী থেকে ঢাকা যেতে চাই ট্রেনের মাধ্যমে তাহলে আমাদের রেলস্টেশনে গিয়ে সিরিয়ালে দাঁড়াতে হবে। এবং ট্রেনের টিকিট কাটার জন্য ভাড়া জিজ্ঞেস করতে হবে। আর আপনি যদি এই সকল সুবিধা এই পোস্টটির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে কেমন হবে।
আরও পড়ুন ঃ ঢাকা ট্রেনের সময়সূচী
পেজ সূচিপত্রঃ
- ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া
- ঢাকা টু রাজশাহী কোন কোন ট্রেন চলাচল করে
- ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
- ঢাকা টু রাজশাহীর ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা
- ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকিট
- ঢাকা টু রাজশাহী ট্রেনের স্টপিং স্টেশন
- উপসংহার
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া
আপনারা যারা ঢাকা থেকে রাজশাহীতে আসার জন্য টিকিট কাটবেন, বা রাজশাহী থেকে ঢাকা
যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকিট কাটবেন তাদের জন্য আজকের এই পোস্টটি। কারণ ঢাকা
টু রাজশাহী ট্রেনের টিকিট মূল্য কি সেটা জানা আমাদের জরুরী। আমরা যদি ট্রেনে কত
ভাড়া লাগে সেটা না জানি তাহলে কিভাবে আমরা টেনে জার্নি করব। তাই টেনে ভাড়া কত
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া কত সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলোঃ
ট্রেনের নামঃ | শোভন চেয়ার ভাড়াঃ | স্নিগ্ধা চেয়ার ভাড়াঃ | এসি সিট ভাড়াঃ |
---|---|---|---|
আন্তঃনগর বনলতা এক্সপ্রেস (৭৯২) | ভ্যাট বাদে ৪৯৫টাকা | ভ্যাটসহ ৯৪৯ টাকা | ভ্যাটসহ ১১৩৯ টাকা |
আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) | ভ্যাট বাদে ৪৫০ টাকা | ভ্যাটসহ ৮৬৩ টাকা | ভ্যাটসহ ১০৩৫ টাকা |
আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস (৭৫৬) | ভ্যাট বাদে ৫৮৫ টাকা | নাই | ভ্যাটসহ ১৩৪০ টাকা |
আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস(৭৬০) | ভ্যাট বাদে ৪৫০ টাকা | ভ্যাটসহ ৮৬৩ টাকা | ভ্যাটসহ ১৫৯৭ টাকা |
আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) | ভ্যাট বাদে ৪৫০ টাকা | ভ্যাটসহ ৮৬৩ টাকা | ভ্যাটসহ ১০৩৫ টাকা |
ঢাকা টু রাজশাহী কোন কোন ট্রেন চলাচল করে
ঢাকা টু রাজশাহী যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো সাধারণত অন্তরনগর ট্রেন।
আসুন জেনে নেওয়া যাক ঢাকা টু রাজশাহী কোন কোন ট্রেন চলাচল করে তার তালিকা।
ঢকা টু রাজশাহীঃ | ট্রেনের নামঃ |
---|---|
১= ঢকা টু রাজশাহীঃ | আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ৭৯২ |
২= ঢকা টু রাজশাহীঃ | আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ৭৫৪ |
৩= ঢকা টু রাজশাহীঃ | আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ৭৫৬ |
৪ =ঢকা টু রাজশাহীঃ | আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস৭৬০ |
৫ =ঢকা টু রাজশাহীঃ | আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ৭৭০ |
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে আজকে এই পোস্টটির
মাধ্যমে আলোচনা করা হবে। সাধারণত আমরা যারা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনের
মাধ্যমে চলাচল করে থাকি তাদের জন্য ট্রেনের সময় জানাটা জরুরী। আসুন জেনে নেওয়া
যাক ঢাকা টু রাজশাহী রুটেড ট্রেনের সময়সূচী সম্পর্কেঃ
ট্রেনের নামঃ | ছাড়ার সময়ঃ | পৌঁছানোর সময়ঃ | ছুটির দিনঃ |
---|---|---|---|
আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | দুপুর ২:৩০ মিনিট | রাত ৮:২০ মিনিট | রবিবার |
আন্তঃনগর বনলতা এক্সপ্রেস (৭৯১) | দুপুর ১:৩০ মিনিট | সন্ধ্যা ৫:৪৫মিনিট | শুক্রবার |
আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস(৭৪৫) | রাত ১০:৪৫ মিনিট | ভোর ৪:০০ টা | মঙ্গলবার |
আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস (৭৫৫) | দুপুর ৩:০০ টা | রাত ১০:৩০ মিনিট | বৃহস্পতিবার |
আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) | সকাল ৬:০০ টা | সকাল ১১:৪০ মিনিট | বৃহস্পতিবার |
ঢাকা টু রাজশাহীর ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা
ঢাকা টু রাজশাহী ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির তালিকা সম্পর্কে এখন আলোচনা করা হবে।
আমরা সাধারণত যারা ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্যে আন্তঃনগর ট্রেনগুলোর মাধ্যমে
যাওয়া আসা করে তারা এ বিষয়টা ভালোভাবে জানি। কিন্তু যারা নতুন তাদের জন্য এ
বিষয়টা জানা জরুরী। সাধারণত সাপ্তাহিক ছুটি প্রত্যেকটা ট্রেনে থাকে। কিন্তু একই
দিনে প্রত্যেকটা ট্রেনে একই দিনে সাপ্তাহিক ছুটি থাকে না। সাধারণ একদিন একটা
নিয়ে সাপ্তাহিক ছুটি থাকে।
আসুন জেনে নেওয়া যাক রাজশাহী টু ঢাকা ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির
তালিকাঃ
ক্রমিক নং | ট্রেনের নামঃ | সাপ্তাহিক ছুটিঃ |
---|---|---|
১ | আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | রবিবার |
২ | আন্তঃনগর বনলতা এক্সপ্রেস (৭৯১) | শুক্রবার |
৩ | আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস(৭৪৫) | মঙ্গলবার |
৪ | আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস (৭৫৫) | বৃহস্পতিবার |
৫ | আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) | বৃহস্পতিবার |
ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকিট
সাধারণত অন্যান্য যাত্রীবাহী গাড়ির তুলনায় ট্রেনের ভাড়া কিছুটা কম থাকার
কারণে। প্রায় সকল মানুষ ট্রেনে যাতায়াত করে থাকে। ঢাকা টু রাজশাহী ট্রেনের
অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলোঃ
আরও পড়ুন ঃরাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী
সাধারণত আমরা যারা দূরদূরান্তের লোক তারা রেলস্টেশনে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট
কাটা সম্ভব হয় না। তাদের উদ্দেশ্যে আজকের এই পোষ্টটি লিখা হয়েছে অনলাইন এর
মাধ্যমে টিকিট কাটার জন্য আপনাকে সর্বপ্রথম বাংলাদেশ shohoz.comএই ওয়েবসাইটটিতে ভিজিট হবে। shohoz.com এই ওয়েবসাইটটি মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনে টিকিট
সংগ্রহ করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে
রেজিস্ট্রেশন করতে হবে। আপনার রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে আপনি খুব সহজে
shohoz.com এই ওয়েবসাইটে ঢুকে ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকিট সংগ্রহ করতে
পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ।
ঢাকা টু রাজশাহী ট্রেনের স্টপিং স্টেশন
আসুন জেনে নেওয়া যাক ঢাকা টু রাজশাহী আন্তঃনগর ট্রেনগুলো কোন কোন স্টেশনে থামে।
সাধারণত বাংলাদেশের রুটে ট্রেন যেগুলো চলাচল করে প্রত্যেকটি ট্রেনে কোন না কোন
স্টেশনে বিরতির জন্য থেমে থাকে, বা যাত্রী নামানোর জন্য থামে। সেই তুলনায় ঢাকা
টু রাজশাহী ট্রেনের স্টাটিং স্টেশনগুলোর নাম বিস্তারিতভাবে আলোচনা করা হলোঃ
আরও পড়ুন ঃকাতারে যেতে কত টাকা লাগে
আন্তঃনগর পদ্মা, ধুমকেতু, ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের স্টপিং স্টেশন
- ঢাকা কমলাপুর
- ঢাকা বিমানবন্দর
- জয়দেবপুর
- টাঙ্গাইল
- বঙ্গবন্ধু সেতু
- এ এইচ এম মনসুর আলী
- জামতলী
- উল্লাপাড়া
- বড়াইল ব্রিজ
- চাটমোহর
- ঈশ্বরদী বাইপাস
- আব্দুলপুর
- আড়ানী
- সারদহ স্টেশন
- রাজশাহী রেল স্টেশন
আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের স্টপিং স্টেশন
- ঢাকা কমলাপুর
- মাওয়া
- পদ্মার রেলস্টেশন
- শিবচর
- ভাঙ্গা
- পুকুরিয়া
- তালমা রেল স্টেশন
- ফরিদপুর
- আমিরাবাদ
- পাচুরিয়া
- রাজবাড়ী
- কালুখালী
- পাংশা
- খোকসা
- কুমারখালী
- কুষ্টিয়া কোট
- পোড়াদহ
- মিরপুর
- ভেড়ামারা
- পাকশী
- ঈশ্বরদী
- রাজশাহী রেল স্টেশন
অন্তরনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন সাধারণত স্টেশন গুলোতে যাত্রী নামানোর জন্য থেমে
থাকে।
উপসংহারঃ
পরিশেষে বলা যায় যে, ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া এবং তার যাবতীয় বিষয়
সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনি ট্রেনের টিকিট কাটার
জন্য কোন ওয়েবসাইটটি ব্যবহার করবেন সেটি উল্লেখ করা হয়েছে।ঢাকা টুর আছে রুটের
ট্রেন কোন সময় চলাচল করে বা কোন কোন স্টেশনে থামে সেই সম্পর্কে আলোচনা করা
হয়েছে।
বাংলাদেশের মানুষ সাধারণত টেনের ভাড়া কম থাকার কারণে টেনে বেশি পরিমাণে লোকজন
জার্নি করে থাকে। আর অন্যান্য যাত্রী বাহি গাড়ি গুলোতে ভাড়া বেশি থাকার কারণে
টেনকে মানুষের বেশি পরিমাণে বেছে নিয়েছে।আশা করা যায় এই পোস্টটির মাধ্যমে
ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url