খুশকি দূর করার শ্যাম্পু

খুশকি দূর করার শ্যাম্পু নিয়ে আজকের এ পোস্টটি লেখা হয়েছে। খুশকি আমাদের মাথার জন্য বড় ধরনের একটি সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে শীতকালের শুরু থেকে খুশকি আমাদের প্রত্যেকের মাথায় দেখা দেয়। কিন্তু কি কি কারণে আমাদের মাথা খুশকি হয় এই কথাটা আমাদের কারো জানা নেই। তাই আপনাদের জন্য খুশকি দূর করার শ্যাম্পু এবং খুশকি দূর করার ঘরোয়া উপায় গুলো তুলে ধরা হল। 
খুশকি-দূর-করার-শ্যাম্পু


পেজ সূচিপত্রঃ

খুশকি দূর করার ঘরোয়া উপায়

বর্তমান সময়ে বাজারে খুশকি দূর করার শ্যাম্পু পাওয়া যায়। তবে আমার কথা হল আদৌ কি এই শ্যাম্পুগুলো সঠিকভাবে খুশকি দূর করতে পারে। কিন্তু ঘরোয়া কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার মাথার খুশকি দূর করতে পারেন। তবে আসুন জেনে নেওয়া যাক খুশকি দূর করার ঘরোয়া উপায় গুলো কি কিঃ
  • অ্যালোভেরা জেল এবং নারকেলের তেল একত্রে একত্রে মিক্স করে মাথায় লাগালে অল্প কিছুদিনের মধ্যে মাথার খুশকি দূর করতে সাহায্য করে থাকে।
  • লেবুর রস এবং এলোভেরা জেল একত্রে পেস্ট করে নিয়ে মাথায় ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে বসে থাকুন। এভাবে দুই থেকে একবার ব্যবহার করার মাধ্যমে আপনার মাথার খুশকি চিরতরে দূর হবে।
  • খুশকি দূর করার জন্য মেথি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। মেথি এবং নারকেল তেল একত্রে পেস্ট করে নিয়ে মাথায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তারপরে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন, অল্প দিনে আপনার মাথার খুশকি দূর হবে।
  • পিয়াজের রস ব্যবহার করার মাধ্যমে আপনার চুল পড়া এবং মাথার খুশকি দূর করতে সাহায্য করে থাকে। এটি সাধারণত ঘরোয়া উপায় গুলোর মধ্যে অন্যতম।
  • টক দই আপনার মাথায় কন্ডিশনারের সাথে মিক্স করে লাগিয়ে ১০থেকে ১৫মিনিট বসে থাকুন, এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করার মাধ্যমে আপনার মাথার খুশকি চিরতরে দূর হবে।

খুশকি দূর করার শ্যাম্পু

বর্তমান সময়ে খুশকি দূর করার শ্যাম্পু বাজারে অনেক দেখতে পাওয়া যায়। তবে আসলে কোন শ্যাম্পু টি আমাদের মাথার খুশকি দূর করতে কার্যকর সেটি আমাদের জানা দরকার। সাধারণত মাথার ময়লা এবং খুশকি দূর করার জন্য নানান ধরনের শ্যাম্পু দেখতে পাওয়া যায় বাজারে। তবে আসুন জেনে নেওয়া যাক মাথার খুশকি দূর করার শ্যাম্পু গুলোর নাম কি কি ?
  1. হারবাল শ্যাম্পু
  2. ক্লিয়ার মেন শ্যাম্পু
  3. কিটোকোনাজল শ্যাম্পু
  4. সিলেক্ট প্লাস শ্যাম্পু
  5. অন্যান্য শ্যাম্পু

ছেলেদের খুশকি দূর করার শ্যাম্পু

ছেলেদের মাথার খুশকি দূর করার জন্য কিছু কার্যকর শ্যামপুর আছে। যেগুলো ব্যবহার করার মাধ্যমে ছেলেদের মাস্টার খুশকি খুব অল্প দিনের মধ্যে দূর হয়। আর মাথার ত্বক ও স্বাস্থ্য সুরক্ষা রাখে। বিশেষ করে শীতকালের দিকে ছেলে কিংবা মেয়ে উভয়েরই প্রচুর পরিমাণে খুশকি দেখা দেয়। আসুন জেনে নেওয়া যাক খুশকি দূর করার শ্যাম্পু গুলো কি কি ছেলেদের।

ক্লিয়ার এন্টি হেয়ার ফল:

ক্লিয়ার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করার ফলে পুরুষের মাথার চুল এবং খুশকি দূর করতে সাহায্য করে থাকে। তাছাড়া এই শ্যাম্পু মাথা চুল এবং খুশকির জন্য পুষ্টির যোগান দিয়ে থাকে।

সিলেক্ট প্লাস অ্যান্টি ড্যান্ড্রাফ:

এই শ্যাম্পু ব্যবহার করার ফলে বিশেষ করে পুরুষের মাথার চুল এবং মাথার তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে থাকে। বিশেষত তৈলাক্ত ভাবের কারণে আমাদের মাথার খুশকি দেখা দিয়ে থাকে।

Head & Shoulders Anti-Dandruff Shampoo:

Head & Shoulders Anti-Dandruff শ্যাম্পুতে প্রচুর পরিমাণে কিটোকোনাজল আছে। যার কারণে আমাদের মাথার খুশকি দূর করতে এবং মাথার পুষ্টি যোগান দিতে খুবই কার্যকরী একটি শ্যাম্পু।
খুশকি-দূর-করার-শ্যাম্পু

মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু

মেয়েদের মাথার খুশকি দূর করার জন্য অনেক সময় অনেক ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকে। কিন্তু সেগুলো দিয়ে খুশকিত দূরে থাক বরঞ্চ মাথার চুল ওঠে শেষ হয়ে যায়। তাই আজকে মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু গুলো কি কি তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সাধারণত মেয়েদের মাথার খুশকি দূর করার জন্য কন্ডিশনার ব্যবহার করে থাকে। আসুন জেনে নেওয়া যাক মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু গুলো কি কি?
  1. সিলেক্ট প্লাসঃ এই শ্যাম্পু ব্যবহারের ফলে মেয়েদের মাথার ত্বকের তেল একটু ভাব দূর করে এবং মাথার পুশকি দূর করতে সাহায্য করে থাকে।
  2. হেড অ্যান্ড শোল্ডার্সঃ এ শ্যাম্পু সাধারণত মেয়েদের চুল পরিষ্কার রাখতে সাহায্য করে।এবং চুলের ডগা মজবুত করতে সাহায্য করে থাকে। তাছাড়া চুল পড়া রোধ করে এবং মাথার খুশকি দূর করে থাকে।
  3. ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশঃ এই শ্যাম্পু সাধারণত মাথায় থাকা ময়লা দূর করে এবং মাথার পরিষ্কার করে। মেয়েদের মাথাতে ময়লা থাকার কারণে তাদের খুশকি দেখা দিয়ে থাকে। খুশকি থাকার কারণে মেয়েদের অসহ্য বোধ হয়। আর এই শ্যাম্পু মেয়েদের মাথার খুশকি দূর করতে সাহায্য করে থাকে।

মাথার খুশকি দূর করার উপায়

মাথার খুশকি দূর করার জন্য বেশ কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে। তাছাড়া আপনি বাজার থেকে শ্যাম্পু বা কন্ডিশনের মাধ্যমে আপনার মাথার খুশকি দূর করতে পারেন। তবে শীতকালে খুশকি সমস্যা বেশি দেখা দেওয়ার কারণে আমরা নামেন ধরনের টেকনিক বা শ্যাম্পু প্রয়োগ করে থাকি। আসুক জেনে নেওয়া যাক খুশকি দূর করার উপায় গুলো কি কি।
  • আপনি শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমে আপনার মাথার খুশকি দূর করতে পারেন।
  • লেবু রস এবং নারকোলের তেল একত্রে পেস্ট তৈরি করে আপনার মাথায় লাগানোর মাধ্যমে মাথার খুশকি দূর করতে পারেন।
  • মাথার খুশকি দূর করার জন্য মেয়েটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনার মাথায় মেথি ব্যবহার করার মাধ্যমে আপনার মাথার খুশকি দূর করতে পারেন খুব সহজে।
  • মাথার খুশকির জন্য অ্যালোভেরা জেল খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। একটু শুধু আমাদের মাথার খুশকি দূর করে না বরঞ্চ আমাদের মাথার চুল মজবুত করতে সাহায্য করে থাকে।
  • দই ব্যবহার করার মাধ্যমে আমাদের মাথা ঠান্ডা এবং মাথার খুশকি খুব সহজে দূর হয়ে থাকে। 
  • প্রাচীন কাল থেকে মানুষ মাথার খুশকি দূর করার জন্য পেঁয়াজের রস ব্যবহার করে আসছে। এটি শুধু আমাদের মাথার খুশকি দূর করে না আমাদের চুল মজবুত করে এবং চুলের দোগা ফাটা, চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে থাকে।

তৈলাক্ত খুশকি দূর করার উপায়

আমাদের মাথা সাধারণত তৈলাক্ত হওয়ার কারণ আমাদের মাথায় প্রচুর পরিমাণে ময়লা থাকার কারণে তৈলাক্ত ভাব দেখা দিয়ে থাকে। তাছাড়া তৈলাক্ত কারনে আমাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি দেখা দেয়। তবে তৈলাক্ত ও খুশকি দূর করার জন্য আপনাকে নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে হবে। এবং প্রাকৃতিক তেল ব্যবহার করার মাধ্যমে খুশকি ও তৈলাক্ত দূর হয়ে থাকে।

তাছাড়া এগুলো আমাদের মাথার অযত্নের কারণে বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে। আমাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি ও তৈলাক্ত ভাব দেখা দিলে নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে হবে। প্রাকৃতিক তেল ব্যবহার করতে হবে। মানসিক চাপ কমাতে হবে। এছাড়াও ঔষধযুক্ত শ্যাম্পু গুলো বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।

তাছাড়া ভিটামিন সি যুক্ত খাবার গুলো খাওয়ার মাধ্যমে আমাদের মাথার খুশকি এবং তৈলাক্ত ভাব দূর হয়ে থাকে। তাছাড়া অ্যালোভেরা জেল, লেবুর রস, পেঁয়াজের রস, টক দই, মেথি ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে আমাদের মাথার তৈলাক্ত ও খুশকি দূর করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ।

লেবু দিয়ে খুশকি দূর করার উপায়

শীতকালে আমাদের মাথার খুশকির কারণে আমরা বাইরে বের হতে পারি না। এই কষ্টের সমস্যাটি কম বেশি আমাদের প্রত্যেকেরই দেখা দিয়ে থাকে। খুশকি থাকার কারণে অনেক সময় আমাদের মাথার চুল ঝরে পড়ে যায়। তবে আসুন জেনে নেওয়া যাক লেবু দিয়ে খুশকি দূর করার উপায় গুলো কি। তা ছাড়া লেবুতে থাকা ভিটামিন সি আমাদের চুলের গোড়া মজবুত করতে এবং চুল ঝকঝকে করতে সাহায্য করে থাকে।
  • দুই চামচ লেবুর রস ও এক চামচ গরম নারকেল তেল একত্রে পেস্ট করে আপনার চুলে নিয়মিত সপ্তাহে দুই থেকে একবার ব্যবহার করুন। এতে ফলাফল ভালো পাওয়া যায়।
  • দুই চামচ লেবুর রস এবং তার সাথে এলোভেরা জেল একত্রে মিশিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর সেটি আপনার চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে সেটি ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে আপনার মাথার খুশকি দূর হয়ে যাবে অতি তাড়াতাড়ি।
  • লেবুর রস সাথে টক দই মিক্স করে মাথায় লাগালে মাথার খুশকি দূর করতে সাহায্য করে থাকে।
  • মেথি এবং লেবুর রস একত্রে মিক্স করে মাথায় লাগালে মাথার চুল পড়া বন্ধ করে ও মাথার খুশকি দূর করতে সাহায্য করে থাকে। এতে করে মাথার স্বাস্থ্য ও ত্বকের যত্ন নেওয়া যায়।
  • লেবুর রসে থাকা অ্যান্টিবায়োটিক ও এন্টিভেনাম এসিড আমাদের মাথার চুলের খুশকি দূর করতে সাহায্য করে থাকে। ও নতুন কোর্স জন্মাতে সাহায্য করে।
  • লেবুর রসের সঙ্গে পিয়াজের রস মিক্স করে মাথায় লাগালে মাথার চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করতে সাহায্য করে ও মাথার নতুন কস গজাতে সাহায্য করে থাকে।

খুশকি দূর করার কিছু বিশ্ব বিখ্যাত শ্যাম্পুর নাম

ছেলে হোক কিংবা মেয়ে উভয় মাথার খুশকি দূর করার জন্য নানান ধরনের শ্যাম্পু প্রয়োগ করে থাকে। কিন্তু তাতেও ফলাফল ভালো পাওয়া যায় না। কিন্তু বর্তমান সময়ে বিশ্বের নামে ব্যান্ডের শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমে মাথার খুশকি যখন দূর হয় না তখন আমরা হতাশ হয়ে যায়। তবে কিছু শ্যাম্পু আছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের মাথার খুশকি অতি তাড়াতাড়ি দূর হয়ে যায়।

তবে আসুন জেনে নেওয়া যাক খুশকি দূর করার জন্য কিছু বিশ্ব বিখ্যাত শ্যাম্পুর নাম। যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের মাথার খুশকি খুব সহজে চলে যায়।
  • হেড অ্যান্ড শোল্ডার্স,Head & Shoulders
  • ডামেট,DermetA
  • প্যান্টিন,Pantene
  • ক্লিয়ারম্যান,Clearman
  • সিলেক্ট প্লাস,Select Plus
  • লার্জ ,L Oreal
  • কেলস,KERASTASE
  • লাক্স,Lux
  • ট্রাইকোলজিকা,Trichologica 

খুশকি আমাদের মাথায় কেন হয়

আমাদের মাথায় কেন খুশকি হয় এ কথাটা জানা আমাদের জরুরী। কারণ অনেক সময় দেখা যায় আমাদের অজান্তে আমাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি দেখা দিয়ে থাকে। এটি নানান ধরনের শ্যাম্পু বা কন্ডিশনের ব্যবহার করার মাধ্যমে ভালো হচ্ছে না। তাই মাথায় খুশকি কেন হয় এটা জানাটা আমাদের জরুরী। আসুন জেনে নেওয়া যাক কি কি কারণে আমাদের মাথার খুশকি দেখা দেয়।
  • সাধারণত আমাদের দাউদ এবং চর্ম রোগের মতো বড় ধরনের রোগ থাকলে প্রচুর পরিমাণে খুশকি দেখা দিয়ে থাকে আমাদের মাথায়।
  • ছাড়াও আমাদের মাথায় তৈলাক্ত ভাবের কারণে খুশকি দেখা দিয়ে থাকে।
  • আমাদের মাথায় ময়লা জমাট বাঁধার কারণে খুশকি দেখা দিয়ে থাকে।
  • আমাদের মাথায় তেল ব্যবহার না করার কারণে খুশকির দেখা দিয়ে থাকে।
  • তাছাড়া আমাদের অসুখ-বিসুখ বা মানসিক চাপের কারণে পুষ্টির দেখা দিয়ে থাকে।
  • আমাদের মাথা অপরিষ্কার বা অপরিচ্ছন্ন জায়গায় থাকার কারণে খুশকি দেখা দেয়। ইত্যাদি

উপসংহারঃ

পরিশেষে বলা যায় যে, মাথার খুশকি দেখা দেওয়া বা খুশকি দূর করার শ্যাম্পু গুলো কি কি সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আর তাছাড়া আমাদের মাথার অতি দ্রুত সময় খুশকি দূর করার ঘরোয়া পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর কোন কোন শ্যাম্পু ব্যবহার করার ফলে আমাদের মাথার খুশকি দূর হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। যদি আপনার মাথায় খুশকি থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য উপকারে আসবে , ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url