পাকিস্তানের ভিসার জন্য কিভাবে আবেদন করব
পাকিস্তানের ভিসার জন্য কিভাবে আবেদন করব। পাকিস্তানি ভিসা আবেদন বিষয়ক সকল
কথা এবং যাবতীয় প্রসেস সম্পর্কে আজকের এই পোস্টটি লিখা হয়েছে। পাকিস্তানে
যাওয়ার জন্য কোথায় আবেদন করতে হয়, এবং কিভাবে করতে হয় সব বিষয় তুলে ধরা
হবে এ পোস্ট টির মাধ্যমে।
আরও পড়ুনঃউন্নত জাতের ভেড়া পালনের পদ্ধতি
পেজ সূচিপত্রঃ
- পাকিস্তানের ভিসার দাম কত
- পাকিস্তানের ভিসার জন্য কিভাবে আবেদন করব
- পাকিস্তানের ১০০ রুপি বাংলাদেশের কত টাকা
- পাকিস্তানের যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র
- বাংলাদেশ থেকে পাকিস্তানে কোন ভিসায় যাওয়া যায়
- পাকিস্তানের জাতীয় পশুর নাম কি
- পাকিস্তানের জনপ্রিয় খাবারের নাম কি
- পাকিস্তানের জনপ্রিয় খাবার গুলো কি কি
- পাকিস্তানের প্রধান পেশা কি
- উপসংহারঃ
পাকিস্তানের ভিসার দাম কত
সাধারণত বাংলাদেশ থেকে পাকিস্তানের যেতে হলে কোন ধরনের ভিসার প্রয়োজন হয়
না। এছাড়া অন্যান্য দেশ থেকে যেতে হলে পাকিস্তানী ভিসার প্রয়োজন হয়।
সাধারণত বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান থাকার কারণে বন্ধুত্বপূর্ণ একটি
সম্পর্ক রয়েছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি মুসলিম
কান্ট্রি হওয়ার কারণে তাদের সব ধরনের কথাবার্তা মিলে।
আমরা অনেক সময় চিন্তা করি বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে হলে ভিসা
প্রয়োজন হয়। আসলে কথাটা সত্য না বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে হলে কোন
ধরনের ভিসা প্রয়োজন হয় না। শুধুমাত্র পাসপোর্ট থাকলে বাংলাদেশ থেকে
পাকিস্তানের খুব সহজে ঘুরে আসা যায়। বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার
কারণ হলো, প্রাকৃতিক সৌন্দর্য ও নামকরা খাবার গুলোর কারনে বেশিরভাগ মানুষ
পাকিস্তানি ভ্রমণ করে থাকে।
মোটকথা এই যে বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে হলে কোন ধরনের ভিসা প্রয়োজন
হয় না। পাকিস্তানে ভিসার জন্য কিভাবে আবেদন করব এ কথাটা আমাদের সকলেরই মনে
ভাসে। প্রথমত পাকিস্তানের যেতে হলে শুধুমাত্র পাসপোর্ট এর প্রয়োজন হয়। আর
দ্বিতীয়ত পাকিস্তানি আপনি যে কোন কাজের জন্য যেতে পারেন শুধুমাত্র
পাসপোর্ট এবং বিমান ভাড়া প্রয়োজন হয় ।
পাকিস্তানের ভিসার জন্য কিভাবে আবেদন করব
পাকিস্তানের ভিসার জন্য কিভাবে আবেদন করব এই বিষয়টা আমাদের মাথা সবসময়
ঘোরাঘুরি করে। পাকিস্তানি ভিসা আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম অনলাইনের
মাধ্যমে যাবতীয় কাগজপত্র দিয়ে ভিসার ভি পরিশোধ করতে হবে। তারপর আপনার
যাবতীয় কাগজপত্র আপলোড করার পরে কয়েক দিনের মধ্যে আপনি পাকিস্তানের ভিসা
পেয়ে যাবেন।
সাধারণত এই কথাটি আপনাদের সকলের জানা দরকার যে বাংলাদেশ সহ মোট ১২৬ টি
দেশের জন্য পাকিস্তানের ফ্রি করে দেওয়া হয়েছে। এই কথাটি জানিয়েছেন প্রথম
আলো জানালেস্ট। পাকিস্তানে যেতে কোন ধরনের ভিসা প্রয়োজন হয় না শুধুমাত্র
আপনার পাসপোর্ট থাকলে এবং আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে খুব সহজে
পাকিস্তান ভ্রমণ করতে পারবেন।
তাছাড়া আপনি যদি ফ্রিতে পাকিস্তানের যেতে না পারেন তাহলে আপনি অনলাইনের
মাধ্যমে। পাকিস্তানের এম্বার্জীর সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে
পাকিস্তানের ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাকিস্তানের ভিসার জন্য আবেদন
করতে তেমন একটা খরচ না হলেও আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পাকিস্তানের ভিসা
হাতে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা।
পাকিস্তানের ১০০ রুপি বাংলাদেশের কত টাকা
পাকিস্তানের ১০০ রুপি সমান বাংলাদেশের কত টাকা এই বিষয়টা নিয়ে আমাদের
অনেক ধরনের মতভেদ রয়েছে। সাধারণত বাংলাদেশের টাকার তুলনায় পাকিস্তানের
টাকার মান অনেকটাই কম। পাকিস্তানের ১০০ রুপি সমান বাংলাদেশের ৪২,৫৮ পয়সার
মত। আসুন জেনে নেওয়া যাক পাকিস্তানের রুপি সমান বাংলাদেশের টাকার মান
কত।
আরও পড়ুনঃকাশির জন্য তুলসী পাতা খাওয়ার নিয়ম
পাকিস্তান | রুপিঃ | বাংলাদেশ | টাকাঃ |
---|---|---|---|
পাকিস্তান | রুপিঃ১ | বাংলাদেশ | টাকাঃ০,৪৩ |
পাকিস্তান | রুপিঃ১০ | বাংলাদেশ | টাকাঃ৪,২৬ |
পাকিস্তান | রুপিঃ৫০ | বাংলাদেশ | টাকাঃ২১,২৯ |
পাকিস্তান | রুপিঃ১০০ | বাংলাদেশ | টাকাঃ ৪২,৫৮ |
পাকিস্তান | রুপিঃ৫০০ | বাংলাদেশ | টাকাঃ২১২,৯২ |
পাকিস্তান | রুপিঃ১০০০ | বাংলাদেশ | টাকাঃ৪২৫,৮৫ |
পাকিস্তান | রুপিঃ২০০০ | বাংলাদেশ | টাকাঃ৮৫,৬৯ |
পাকিস্তানের যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র
পাকিস্তানের ভিসার জন্য কিভাবে আবেদন করব এই বিষয় নিয়ে আলোচনা করা
হয়েছে। এখন আপনাদের সঙ্গে পাকিস্তানের যাওয়ার জন্য প্রয়োজনীয়
কাগজপত্রের তালিকা গুলো সম্পূর্ণভাবে তুলে ধরা হলোঃ
- আপনার পাসপোর্ট কমপক্ষে ছয় মাস নিয়ে থাকতে হবে।
-
আপনার পাসপোর্টে খালি পাতা অনেক বেশি থাকতে হবে।
-
ভিসা আবেদন ফরম সম্পূর্ণভাবে পূরণ করে স্বাক্ষর দিতে হবে।
-
পাসপোর্ট সাইজের ছবি চার কপি থাকতে হবে।
-
আপনার জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি থাকতে হবে।
-
আপনার ভোটের আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে।
-
আপনার নাগরিক সনদপত্র থাকতে হবে।
-
আর্থিক সচ্ছলতা প্রমাণ পত্র থাকতে হবে।
-
স্বাস্থ্য পরীক্ষা প্রমাণপত্র থাকতে হবে।
-
ব্যবসায়িক ভিসার জন্য ও অন্যান্য ভিসার জন্য এ কাগজপত্রগুলো
প্রযোজ্য।
বাংলাদেশ থেকে পাকিস্তানে কোন ভিসায় যাওয়া যায়
সাধারণত বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে হলে প্রায় আপনি সব ধরনের ভিসা
যেতে পারবেন। পাকিস্তানের ভিসা জন্য কিভাবে আবেদন করব এ সকল বিষয় নিয়ে
আমাদের কিছু কনফিউজ রয়েছে। তাছাড়া পাকিস্তানের যে যে ধরনের ভিসায়
যাওয়া যায় সেগুলো ভিসার নাম তুলে ধরা হলো।
- টুরিস্ট ভিসা
- স্টুডেন্ট ভিসা
- ওয়ার্ক পারমিট ভিসা
- ব্যবসায়ক ভিসা
- ডাইভিং ভিসা
- নার্সিং ভিসা
- টিচার ভিসা
ইত্যাদি প্রায় সব ধরনের ভিসায় পাকিস্তানি আপনি ভ্রমণ করতে পারবেন।
বিশেষ করে বাংলাদেশেরদের জন্য টুরিস্ট ভিসা ও ব্যবসায়িক ভিসা ফ্রি করে
দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ।
পাকিস্তানের জাতীয় পশুর নাম কি
আমরা যেরকম বাংলাদেশে বসবাস কারীরা আমাদের দেশে জাতীয় পশুর নাম জানি।
ঠিক সেরকম আমাদের পাকিস্তানের জাতীয় পশুর নাম জানাটা জরুরী। সাধারণত
পাকিস্তানের জাতীয় পশুর নামঃ মারখোর , মারখোর সাধারণত বিশেষ এক ধরনের
ছাগল। যা শুধুমাত্র পাকিস্তানি দেখতে পাওয়া যায়। এ ছাগল আকারে অনেক বড়
হওয়ার কারণে এটি পাকিস্তানের প্রধান পশুর তালিকায় স্থান পেয়েছে।
মারখোর সাধারণত পাকিস্তানের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে দেখতে
পাওয়া যায়। মারখোর জাতীয় ছাগল গুলো পাকিস্তানের পালন করা হয় না।
এগুলো সাধারণত জংলি জাতীয় ছাগল। এই ছাগলগুলোর মাংস অনেক সুস্বাদু হওয়ার
কারণে ও দেখতে সুন্দর হওয়ার কারণে পাকিস্তানের প্রধান পশুর স্থান দখল
করে আছে।
পাকিস্তানের জনপ্রিয় খাবারের নাম কি
পাকিস্তানকে আমরা সাধারণত মুসলিম কান্ট্রি হিসেবে জানি। কিন্তু
পাকিস্তানের খাবারের জন্য বিখ্যাত একটি দেশ। পাকিস্তানের বিখ্যাত খাবার
গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিরিয়ানি, নান রুটি, কাবাব, কারি ইত্যাদি
খাবার গুলো পাকিস্তানের বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম। বিশ্বের বিভিন্ন
দেশ থেকে পাকিস্তানের বিরিয়ানি ও কাবাব কারি খাওয়ার জন্য এসে থাকে।
পাকিস্তানে জনপ্রিয় খাবার গুলো সারা বিশ্বে বেশ সুনাম করিয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় খাবার গুলো শুধু দেখতেও যেরকম মজাদার লাগে খেতেও
সেরকম সুস্বাদু লাগে। তাছাড়া সকালে পাকিস্তানিরা খাবারের তালিকায় গরুর
পায়া ও রুটি রাখে। তাছাড়া পাকিস্তানিরা মেহমানদারী করতে খুব পছন্দ করে।
পাকিস্তানিরা মেহমানদারী করার জন্য বিরিয়ানি, কাবাব কারি, গরুর পায়া,
নান রুটি ইত্যাদি জাতীয় খাবার গুলো মেহমানদের সামনে পেশ করে থাকে।
পাকিস্তানের জনপ্রিয় খাবার গুলো কি কি
পাকিস্তানি ভিসার জন্য কিভাবে আবেদন করব সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা
করা হয়েছে। তাছাড়া পাকিস্তানের জনপ্রিয় খাবার গুলোর মধ্যে অন্যতম
খাবার গুলো তালিকা দেওয়া হয়েছে। এখন আপনাদের সামনে পাকিস্তানের
জনপ্রিয় খাবার গুলো কি কি সে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুনঃপুদিনা পাতা খাওয়ার উপকারিতা
- নীহারীঃ পাকিস্তানি খাবার গুলোর মধ্যে অন্যতম খাবার হচ্ছে নিয়ারে। নিহারী সাধারণত পাকিস্তানিরা সকলের খাবার হিসেবে খেয়ে থাকে। এটি খুব মজাদার একটি খাবার।
-
বিরিয়ানিঃ সাধারণত পাকিস্তানের এবং আফগানিস্তান বিরিয়ানির জন্য
বিখ্যাত একটি দেশ। এই দেশগুলোর বিরিয়ানি সারা বিশ্বের সুনাম
করিয়েছে। পাকিস্তানের কেবল বিরিয়ানি দেখতে যেরকম মজাদার খেতেও ঠিক
সেরকম সুস্বাদু হয়ে থাকে।
-
ফালুদাঃ ফালুদা পাকিস্তানি খাবার গুলোর মধ্যে অন্যতম একটি খাবার।
ফালুদা সাধারণত পাকিস্তানিরা ভেড়ার দুধ দিয়ে তৈরি করে থাকে।
ফালুদা ঠান্ডা জাতীয় একটি খাবার।
-
হালুয়া পুরীঃ পাকিস্তানি খাবার গুলোর মধ্যে অন্যতম খাবার একটি হচ্ছে
হালুয়াপুরি। পাকিস্তানি মানুষ হালুয়া খেতে খুব পছন্দ করে থাকে।
- বিভিন্ন ধরনের কাবাবঃ পাকিস্তানের সাধারণত বিভিন্ন ধরনের খাবার এর তালিকায় বিভিন্ন ধরনের কাবাব খেয়ে থাকে। কাবাব পাকিস্তানীদের ঐতিহাসিক একটি খাবার।
- রুটিঃ বাংলাদেশের মানুষের যেরকম প্রধান খাদ্য হিসেবে ভাত খেয়ে থাকে, ঠিক সেরকম পাকিস্তানিরা প্রধান খাদ্য হিসেবে রুটি খেয়ে থাকে। পাকিস্তানের তিনবেলা খাবারের মধ্যে রুটি থাকবেই।
পাকিস্তানের প্রধান পেশা কি
সাধারণত পাকিস্তানের প্রধান পেশা কৃষিকে বলা যায়। কারণ পাকিস্তানের
৪৫% মানুষ কিসের উপর নির্ভর করে থাকে। আর বাকি যেগুলো মানুষ আছে তারা
টেক্সটাইল ও রপ্তানির উপর নির্ভর করে বেঁচে থাকে। পাকিস্তান একটি
কৃষি প্রধান দেশ। এ দেশে প্রচুর পরিমাণে জাফরান উৎপাদন করা হয়ে থাকে।
তাছাড়া পাকিস্তানের অধিকাংশ মানুষ পশু পালন করে থাকে।
পাকিস্তানে নান ধরনের শাকসবজি উৎপাদন করে কৃষিজীবী মানুষ তাদের জীবিকা
নির্ভর করে থাকে। তাছাড়া পাকিস্তানি অধিকাংশ মরুভূমি এবং পাহাড়ি
অঞ্চল হওয়ার কারণে তারা তাদের জীবিকাকে ভেড়া পালন ও ছাগল পালনের মত
পেশাগুলোকে বেছে নিয়েছে। তাছাড়া পাকিস্তানের ৪২% মানুষ শ্রমজীবীর উপর
নির্ভর করে বেঁচে থাকে।
উপসংহার
পরিশেষে বলা যায় যে, পাকিস্তানের ভিসার জন্য কিভাবে আবেদন করবে সেই
নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তাছাড়া পাকিস্তানের বিখ্যাত
কিছু খাবারের নাম ও পাকিস্তানের কোন কোন বিষয়ে যাওয়া যায় সেই
বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও পাকিস্তানের টাকার মান
কিরকম হয় বাংলাদেশের তুলনায় সে নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি
বুঝতে পেরেছেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url